বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মুনিমের সাথে নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বণিক সমিতির এক মতবিনিময় সভা রোববার (২৮ জুলাই) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিমের সাথে এ মতবিনিময় সভা তাঁহার সভাপতিত্বে ও ইউপি সদস্য সচিব রঙ্গের কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক ও গঠনতন্ত্র প্রনেতা প্রদুন্ম কুমার দত্ত, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মকবুল মিয়া, বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হাফিজ আহমদ, রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া, সহ-সভাপতি মো: আজাদ মিয়া, মো: রকিব আলী, সহ-সাধারণ সম্পাদক দুলু মিয়া, অর্থ পরিকল্পনা সম্পাদক ম.আ.মুহিত, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন মনি, সদস্য মোঃ রশীদ আলী, মো: আনোয়ার আলী, মো: জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহী, বিপুল রায়, এনামুল হক রাবিদ, কাওছার আহমদ কওছর, ফয়ছল আহমদ, শাহীন আলম ও আলী হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে ইউনিয়ন পরিষদ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি, সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।