শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ নিউজ ২৪ ডটকম এর যাত্রা শুরু



সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, বিশিষ্ট গল্পকার, কথাশিল্পী সেলিম আউয়াল বলেছেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশায় সৎ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যত্মশীল থাকতে হবে। সমাজ, রাষ্ট্র এবং নাগরিকদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা নিয়ে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। কারো প্রতি হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা সৃষ্টি করা সংবাদপত্রের নীতি হতে পারে না। তিনি চলতি সময়ে ছেলে ধরাসহ বিভিন্ন গুজবের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান। তিনি বলেন, রাষ্ট্রের শান্তি এবং সম্প্রীতির বিরুদ্ধে যেকোন অপরাধ তৎপরতার বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী চালিয়ে যেতে হবে।

তিনি আজ রোববার (২৮ জুলাই) বিকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে অন-লাইন পত্রিকা ‘বালাগঞ্জ নিউজ ২৪ডটকম’র আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ নিউজ ২৪ডটকম’র প্রকাশক মো. আব্দুর রহমান। ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী আজম আলী, বালাগঞ্জ অন-লাইন প্রেসক্লাবের সভাপতি ইমন শাহ, চিকিৎসক রমা কান্ত সরকার, ইঞ্জিনিয়ার ইব্রাহিম আলী, কুশিয়ারার কূল প্রতিনিধি মীম জুবায়ের, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য বদরুল ইসলাম, প্রাইম একাডেমির শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম, শাহজাহান আহমদ ক্রিকেট একাডেমির পরিচালক আবুল হাসান, রফিকুল আলম, মনোয়ার হোসেন মনোয়ার, শরিফ বিন তাজ, সদস্য হাসান আহমদ, কামরান আহমদ, শাহজাহান আহমদ এডুকেশন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ জাবুল আহমদ, বালাগঞ্জ নিউজ ২৪ডটকম’র নির্বাহী সম্পাদক শাহরিয়ার আহমদ খালেদ, ব্যবস্থাপনা সম্পাদক শাহ নেওয়াজ রাজিব, সহ প্রকাশক সাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়া করেন ক্বারী মো. রাকিব আলী।

অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি কথাশিল্পী সেলিম আউয়াল ও অন্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পত্রিকার লোগো উন্মোচনের পর ফিতা কেটে বালাগঞ্জ নিউজ ২৪ডটকম’র অফিস উদ্বোধন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!