জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হলি বিডি২৪.কম এর সম্পাদক সৈয়দ সুমনের মাতা ফেঞ্চুগঞ্জ উপজেলার নারাইনপুর নিবাসী আনোয়ারা বেগম গতকাল বুধবার দিবাগত রাত ১ ঘটিকার সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সমান দিন বেলা ২ ঘটিকায় নারাইনপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাজা ও পারিবারিক কবর স্থানে দাফন সুসম্পুর্ন করা হয়।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন- উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মো: রুহেল আহমদ, ইউপি সদস্য রায়হান আহমদ, দৈনিক যায়যায়দিনের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এমরান আহমদ, সাংবাদিক তারেক আহমদ প্রমুখ।
এদিকে, সাংবাদিক সৈয়দ সুমনের মাতা আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন- বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ মতিন বাদশা, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সাংবাদিক তারেক আহমদ, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক রাজা সায়মন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ। নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।