শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনে বেনানা পাল্পের চালান থেকে ১০০ মিলিয়ন পাউণ্ড মূল্যের কোকেন উদ্ধার



উদ্ধার হওয়া বেনানা পাল্পের চালান। ছবি: স্কাই নিউজ

বৃটেনে বেনানা পাল্পের চালান থেকে আনুমানিক ১০০ মিলিয়ন ডলার মূল্যের এক টন কোকেন উদ্ধার করা হয়েছে বলে বৃটেন হোম অফিস জানিয়েছে। গত মাসে অ্যাসেক্সের লণ্ডন গেটওয়ে ডিপোতে বন্দরের ডকিংয়ের একটি শিপিং কন্টেইনার পরিদর্শনকালে লুকিয়ে থাকা এই অবৈধ ড্রাগ পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে মোট ১০৬০ কিলো ওজনের এই কোকেন কলম্বিয়ার কার্গোতে করে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে পৌঁছানোর উদ্দেশ্যে ছিল। ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বলেছে, বিশাল এই চালান আটকের মাধ্যমে এর সাথে জড়িতদের চরম শিক্ষা দেয়া হয়েছে।

এর আগে গত সেপ্টম্বরে ব্রিটেনের বর্ডার ফোর্স ১১৫৫ কেজি কোকেন আটক করে। এরই ধারাবাহিকতায় এই বিশাল মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!