বালাগঞ্জে বিসর্জন মঞ্চে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সাঙ্গ হল শারদীয় দুর্গাপূজা ২০২০। সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলায়ও হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২০ স্বাস্থ্যবিধি অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বালাগঞ্জ উপজেলার ২৯টি পূজা মন্ডপে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠিপূজার মধ্য দিয়ে বরণ করা হয় দেবীদুর্গাকে। ষষ্ঠি, সপ্তমী, অষ্টমী, নবমী শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনেই শেষ হয় করোনাকালের শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ বিদায় জানাতে বালাগঞ্জ পশ্চিম বাজারস্থ প্রতীমা বিসর্জন মঞ্চে জড়ো হন দেবীদুর্গার ভক্তকূলেরা।
করোনা মহামারী যেনো অশুর দুর্গার সাথে বিদায় নেয় এবারের পূজায় সেই আরাধনাই করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবীদুর্গাকে বিদায় জানাতে বালাগঞ্জ পশ্চিম বাজারস্থ কুশিয়ারা পারে বিসর্জন মঞ্চ তৈরী করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখা। এখানেই বালাগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা পূজামন্ডপ গুলোর প্রতীমা বিসর্জন করা হয়।
এর আগে, সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় বিসর্জন মঞ্চে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন। উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃআনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান,ওসি তদন্ত মুরাদউল্লাহ বাহার, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া।
বিসর্জন মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিতবিসর্জন মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিরেন্দ্র কুমার দাস ছবি, প্রভাত চন্দ্র রায়, প্রাক্তন শিক্ষক অনন্ত চন্দ্র দাস, আমেরিকা প্রবাসী এম আর আনাম মুকুল,কাতার প্রবাসী নারায়ন দাস,এস আই বদরুজ্জামান, এস আই খায়রুল ইসলাম, এস আই রাজিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সিবুল চন্দ্র দাস, পুলক দাস দুরন্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস স্বপু, শ্যামাপদ দাস, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, শিক্ষক সঞ্জয় কুমার দাস, ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমল দাস আপন, লিটন রায়, জয়দীপ দেবনাথ, লিটন দাস, ইতালী প্রবাসী দোলন দাস, দ্বিজেহরী দাস বৈঞ্চব,রাধারমন বৈঞ্চব,বালাগঞ্জ বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলু মিয়া, যুবলীগ নেতা লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।উল্লেখ্য, এবছর করোনা মহামারীর কারণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ধর্মীয় আচার-সংস্কৃতি পালনের মধ্য দিয়ে এবারের পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।