শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ইউকের অনুদান প্রদান



ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ‘খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতবিলা এবং দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামের ৬২টি পরিবারকে নগদ অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার (২৩ মে) খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ইউকের পক্ষে এসব গ্রামে অনুদান বিতরণ করা হয়।

এদিকে স্থানীয় বৃহত্তর নশিওরপুর গ্রামের ৫টি জামে মসজিদের ইমামসহ আরও ৩৬টি সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল পরিবারকে নগদ ৯শ টাকা করে অনুদান প্রদানের জন্য গ্রামের বিশিষ্ট সমাজকর্মী হাজী সাইস্তা মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু – খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ইউকের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ইউকের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে গত ২১মে খন্দকার বাজার এলাকার বিভিন্ন গ্রামের ৮শ পরিবারকে ৯শ টাকা ৭লাখ ২০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!