শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস আপডেট

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩২৪০



গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনের। সবমিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি নমুনা। দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!