বালাগঞ্জের নশিওরপুর গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে নিহতের ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত কনু মিয়ার ছোটবোন নাছিমা বেগম বাদী হয়ে গত শুক্রবার (২৬ জুন) রাতে এ মামলা দায়ের করেছেন। মামলায় নশিওরপুর গ্রামের আব্দুল ওয়াহিদকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় আব্দুল ওয়াহিদের পিতা আব্দুল কাদির ও ছোটভাই আবু জাহিদকে আসামী করা হয়েছে। দায়েরকৃত মামলা নম্বর ০৬। তারিখ ২৬জুন ২০২০ ইংরেজি।
মামলার বিবরণ, নিহতের পরিবার ও বালাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় জমিতে কনু মিয়ার সবজি ক্ষেতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল ওয়াহিদের গৃহপালিত গরু বেড়া ভেঙ্গে হানা দেয় এবং ক্ষয়ক্ষতি করে। কনু মিয়া এ ব্যাপারে প্রতিবাদ জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ কনু মিয়াকে মাথায় আঘাত করে। ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় কনু মিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে কনু মিয়া মৃত্যুবরণ করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান আলাপকালে মামলা দায়েরের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কনু মিয়া নিহতের ঘটনায় ৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টায় নশিওরপুর ঈদগাহ ময়দানে কনু মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। কনু মিয়ার নিহতের ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ টহল অব্যাহত রয়েছে।