দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময় ৩ হাজার ৯৯ জনের করোনায় শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। মোট সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন।
এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।
দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।



