রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪ : শনাক্ত ২২৭৫, সুস্থ ১৭৯২



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ১ হাজার ১১২টি নমুনা।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!