শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে মুজিব বর্ষে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন



বালাগঞ্জে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামী কৃষক লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পৃথক পৃথক ভাবে পরিবেশ রক্ষায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ তারা মিয়া জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মসজিদ আঙ্গিনায় গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন – উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ নানু মিয়া, পীর শওকত আলী, উপজেলা যুব লীগ নেতা সুহেল বারী।

এর আগে বরকতপুর জামে মসজিদ প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগ নেতা মো. নানু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ তারা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন – ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাজী মুহাম্মদ আলী গুলশের, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্নিং বডির সদস্য তজমুল আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা কৃষক লীগ নেতা পীর শওকত আলী, সমাজকর্মী নমরু মিয়া, ইউসুফ আলী, উপজেলা যুবলীগ নেতা সুহেল বারী প্রমুখ।

এছাড়া ৪ আগস্ট রতনপুর জামে মসজিদ আঙ্গিনায় গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন কৃষক লীগ নেতা পীর শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন – রতনপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ সামছুল ইসলাম, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাকেল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!