শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর আকামা নবায়ন হবে না ৯৮ হাজার কুয়েত প্রবাসীর!



কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগের পরিসংখ্যানে উঠে এসেছে নতুন তথ্য ! ৯৭,৬১২ জনের বেশি বিদেশী কর্মী যারা কুয়েত থাকেন, এবং ইতিমধ্যেই ৬০ বছর বা এর বেশি বয়স অতিক্রম করে ফেলেছে , তারা আর আকামা নবায়নে সমর্থ হবেন না ! কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্য মতে, প্রকাশিত সংখ্যার প্রবাসীরা শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা আরাে নিচুস্তরের শিক্ষার সার্টিফিকেটধারী বা একদমই অশিক্ষিত বিধায় এই সমস্ত প্রবাসীদের আকামা নবায়ন আর সম্ভব নয় !
সুত্র : আরবি দৈনিক আল সিয়াসাহর উদ্ধৃতি দিয়ে নিউজটি প্রকাশ করেছে আরব টাইমস কুয়েত !
উল্লেখ্য , কুয়েতের ডেমােগ্রাফিক বা জনসংখ্যাতাত্বিক ভারসাম্য আনয়নে নতুন কিছু আইন ইতিমধ্যেই পাশ হয়েছে , এর মধ্য অভিবাসীদের সর্বোচ্চ বয়স ৬০ বছর , ও কোটা আইন উল্লেখযােগ্য ! পরিসংখ্যানে এটাও প্রকাশ পেয়েছে যে , ১৫,৫০২ জন অভিবাসী উচ্চতর ডিগ্রি সার্টিফিকেটধারী যদিও তাদের বয়স ৬০ বা এর উর্ধে !
শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!