দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি-বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৬১ টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭ টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৪ জনে।