সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামে এক যুবকের হত্যার বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে সদস্য সচিব আবদুল বাতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আল-ইসলাহ নেতা মাওলানা আকমল হোসাইন শাকুর, বিশ্বনাথ হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেল।
আরও বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন, বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন, সংগঠক বকুল আহমদ, এসএম শামীম আহমদ, আবদুল কাইয়ূম, সাদেক মিয়া, শিহাব উদ্দিন, এসপি সেবু- প্রমূখ। ( বিজ্ঞপ্তি )