দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ২০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ৮৭ হাজার ২৯৫।
গত ২৪ ঘণ্টায় হয়েছেন ১ হাজার ৫৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ দুই হাজার ২৯৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।