তীর্থ সাহিত্য পরিষদ কর্তৃক দুর্গাপূজা ২০২০ উপলক্ষে মাতঙ্গীর চতুর্থ মোড়ক উম্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহাষষ্টীর দিন সন্ধ্যায় যাত্রাপুর বিলবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপে অনুষ্টিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও মাতঙ্গীর সম্পাদক ও প্রকাশক কবি বিভাস রঞ্জন দাস বিজয় এর সঞ্চালনায় এ
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। চতুর্থ সংকলন মাতঙ্গীর মোড়ক উম্মোচক করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও রাজনগর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কবি অসিত দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শ্যাম সুন্দর বৈঞ্চব, রাজনগর উপজেলা পূজা পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্রাচার্য্য, রাজনগর প্রোটিয়াস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক শংকর দুলাল দেব, প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত দাস ভুলন, সাহিত্যনুরাগী রিংকু চক্রবত্তী, বঙ্গবন্ধু লেখক পরিষদ রাজনগর উপজেলা শাখার সভাপতি কবি রঞ্জন রজক ও সাধারণ সম্পাদক কবি এস কে দাস, সাংগঠনিক সম্পাদক কবি অরিজিৎ আচার্য, কবি রতন মনি, কবি বিজন সামন্ত, প্রভাষক অজিত দাস, দেবাশীষ দাস, শিক্ষক এসকে দাস অর্পনপ্রমুখ।