শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে পীরজাদা শাহ্ শফিক উদ্দিন আহমদের দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলা পরিষদের বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সৈয়দ মোস্তাক আহমদের পিতা, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের মুরুব্বি, পীরজাদা শাহ্ সফিক উদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর স্থানীয় জামালপুরের দক্ষিণ শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে নিজ বাড়ীতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজের আগে মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন তাঁহার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

মরহুমের পুত্র সালাউদ্দীন আহমদ মনজুরের ইমামতিতে জানাজায় অংশ নেন-  সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ কুতুব, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, সমাজকর্মী এনায়েতুর রহমান রাজু, আব্দুল মন্নান, আছলাম খান, আনহার মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, ওসমানী নগর উপজেলা যুবলীগ স্বাস্ব্যবিষয়ক সম্পাদক ডাঃ এনামুল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, মরহুমের ছেলে মাহবুব উদ্দীন আহমদ, সৈয়দ মুস্তাক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি রশিদুল ইসলাম রাশেদসহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী ও মরহুমের ভক্ত মুরিদানগণ।

এরআগে পীরজাদা সফিক উদ্দীন গত শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১টা ২০মিনিটের সময় সিলেট শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে ছুটে আসেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা আওয়ামী সহসভাপতি ডাঃ কাজল লস্কর, উপজেলা কৃষক লীগ যুগ্ন আহবায়ক মোঃ তারা মিয়াসহ শোকাবহ এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা। তাঁরা শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

এছাড়াও পীরজাদা শাহ্ শফিক উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, স্কটল্যান্ড আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক শাহনূর চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম. শামীম, সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক, প্রবাসী যুক্তরাজ্য গহরপুর এসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ -ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাষ্টি, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ মিনার আলী, যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, অনলাইন পত্রিকা বালাগঞ্জ প্রতিদিন এর প্রধান সম্পাদক, লেখক মুহাম্মাদ শরীফুজ্জামান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লেখক, শেখ জাফর আহমদ, প্রবাস বাংলা ফোর ভিলেজ সোসাইটি’র সাধারণ সম্পাদক মীর ছইল মিয়া, তরুণ সমাজকর্মী কলুমা নিবাসী, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!