মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে দলিল জালিয়াতির অভিযোগে আদালতে মামলা



বালাগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে দলিল জালিয়াতির এক অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দখলীয় জমির মালিক উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মাকড়সি গ্রামের আব্দুল আলী বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে একটি মামলা দায়ের করেছেন। বালাগঞ্জ সি.আর মামলা নং ৫৬/২০২০ (তারিখ : ২৮ অক্টোবর ২০২০)। মামলায় উপজেলার কালিয়ারগাঁও গ্রামের মুছা মিয়া, মাকড়সি গ্রামের আরিফ উল্লাহ, কালিগঞ্জের মো. শাহজাহান এবং কালিয়ারগাঁও’র কন্নাল মিয়া নামে ৪জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী আব্দুল আলীর মাতা মোছা. সমরুন বিবি, মামলার ১নং আসামী মুছা মিয়ার কাছ থেকে নালিশা তফসিলে বর্ণিত এসএ ৮৬৪ খতিয়ান, বিএস ৭৪৪নং খতিয়ানে অন্তর্ভূত এসএ ৩৫৭৯নং দাগ যা বিএস ৪৪৫৭নং দাগের ০.১৪ একর ভূমি বিগত ১৩মার্চ ২০০১ সালে বালাগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে ৫০৬নং দলিলমূলে ক্রয় করেন। এরপর উল্লিখিত ভূমিতে দখলে থাকাবস্থায় মোছা. সমরুন বিবি মৃত্যুবরণ করলে তার ছেলে মামলার বাদী আব্দুল আলী ও তার অপর ভাই উত্তরাধিকারী সূত্রে উক্ত ভূমিতে মালিক স্বত্ববান ও দখলকার হন। মামলার ১নং আসামী ভূমিটি দীর্ঘ ১৯বছর আগে বিক্রি করে দেয়ার পরও অন্যান্য আসামীদের প্ররোচনায় বাদীকে বেদখল করতে ষড়যন্ত্র করেন। ১নং আসামী এবং অন্য আসামীগণ পরস্পর যোগসাজশে বাদীর সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে গত ০৩ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে বালাগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে ১৭৩নং দলিল সম্পাদন করেন। ১নং আসামী দাতা হিসেবে, ২নং আসামী গ্রহীতা, ৩নং আসামী উক্ত দলিলের সনাক্তকারী এবং ৪নং আসামী সাক্ষী হিসেবে উক্ত দলিল সম্পাদন করেছেন।
আদালতে দায়েরকৃত এ মামলাটি গত ৪ নভেম্বর তদন্তের জন্য বালাগঞ্জ থানা পুলিশের কাছে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন