দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ২৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৮টি। এ সময় দেশের ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হয়।
এ পর্যন্ত ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৪৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।