বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ভারতে ‘রহস্যজনক অসুখে’ ৪৭৬ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১



ভারতে ‘রহস্যজনক অসুখে’ ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। এখন পর্যন্ত অজানা এই রোগে দেশটিতে ৪৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওয়েস্ট গোদাবরী জেলার এলুরুতে ঘটেছে এই ঘটনা।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবারের তুলনায় সোমবারে অজ্ঞাত এই রোগে রোগীর সংখ্যা বেড়েছে।

আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত ৩৩২ জনকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং ১২৫ জনকে এলুরু গভমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৮ জনকে উন্নত চিকিতসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আক্রান্ত রোগীদের মধ্যে ২২২ জন নারী, ৬৭ জন শিশু রয়েছে।

জানা যায়, অজানা এই রোগে অসুস্থ হয়ে পড়া অনেকের মধ্যে মাথা ব্যাথা, বমি, এপিলেপ্সির মত লক্ষণ দেখা গেছে। এছাড়া বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছেন।

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে রক্ত পরীক্ষায় কোন ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি।

ওই জেলার এক কর্মকর্তা বলেন, এই রোগের কারণ এখনো অজানা, কিন্তু আমরা এখনো সকল ধরনের পরীক্ষা করছি।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!