শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রতি সংহতি: লণ্ডনে লাখো মানুষের বিক্ষোভ



লণ্ডনে লাখো মানুষের র‌্যালি থেকে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। লণ্ডনের ট্রাফালগর স্কয়ারে লাখো মানুষের এই র‌্যালি থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ ও জানানো হয়।

গত শনিবার এই র‌্যালি আয়োজন করেন লণ্ডনের মেয়র সাদিক খান। র‌্যালির নাম দেয়া হয় ‘লণ্ডন স্ট্যান্ডস উইথ ইউক্রেন’। র‌্যালিতে ইউক্রেনের পতাকা হাতে অসংখ্যা মানুষ অংশ নেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!