বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সচেতনতামূলক পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ ডিসেম্বর) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রাজিব স্মৃতি গ্রন্থাগার এবং স্থানীয় মোরারবাজারস্থ আলিফ ডিজিটাল মিডিয়ায় এ দু’টি সভা অনুষ্ঠিত হয়।
সকালে রাজীব স্মৃতি গ্রন্থাগারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা সম্পাদক, গবেষক আব্দুর রশীদ লুলু। মূল বক্তব্য উপস্থাপন করেন বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অনিয়মিত পত্রিকা আয়নার সম্পাদক, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের তথ্য সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাংবাদিক এসএম হেলাল, চাষাবাদ সংকলনের সম্পাদক আনিসুল আলম নাহিদ। আলোচনায় অংশগ্রহণ করেন লিমা বেগম, তনিমা বেগম, নাঈমা বেগম, তাছলিমা আক্তার, রিমা বেগম, এস এম আয়শা। এ সময় রাজিব স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে প্রধান অতিথিসহ সকলকে বই উপহার প্রদান করা হয়।
এদিকে দুপুরে স্থানীয় মোরারবাজারস্থ আলিফ ডিজিটাল মিডিয়ায় পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্টুরিস্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ ছালিকুর রহমান। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি আমিনুর রহমান তুহেল, বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের তথ্য সম্পাদক নুরুল ইসলাম।