লণ্ডনের টাওয়ার হ্যামলেটসে সেল্ফ-আইসোলেশন সাপোর্ট পেমেন্টে সাহায্য পেয়েছেন শত শত বাসিন্দা। বারার যেসকল বাসিন্দা কোভিড-১৯ এর কারণে সেল্ফ-আইসোলেটে অর্থাৎ স্ব-বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন, তাদেরকে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের পক্ষ থেকে এখন অবধি, কাউন্সিল প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫০০ পাউন্ড প্রদান করা হয়েছে। এর অর্থ হলো স্বল্প আয়ের ৪৭৫ জন বাসিন্দা জনপ্রতি ৫০০ পাউন্ড করে আর্থিক অনুদান পেয়েছেন।
উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারী স্বল্প আয়ের লোকজনকে সহায়তা করতে সরকার গত সেপ্টেম্বর মাসে এই পেমেন্ট চালু করে। কোভিড-১৯ এর পজিটিভ হিসেবে অথবা কোভিড-১৯ আক্রান্ত কারো সংস্পর্শে গেছেন বলে এনএইচএস টেস্ট এন্ড ট্রেইস কর্তৃক কেউ চিহ্নিত হলে, তাকে সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে। সেপ্টেম্বর মাস থেকে সেল্ফ-আইসোলেটে থাকাটা আইনগত বাধ্যবাধকতা। তাই, এই আর্থিক অনুদান বা তহবিলের লক্ষ্য হচ্ছে যারা সেল্ফ-আইসোলেশনের কারণে ঘরে থাকছেন এবং ঘরে থেকে কাজ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন, তাদেরকে সাহায্য করা।
এছাড়া রেসিডেন্টস সাপোর্ট স্কীমের মাধ্যমে কাউন্সিল খাবার ও জ্বালানীর জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে এবং লোকজন যাতে এটি একাধিকবার পাওয়ার জন্য আবেদন করতে পারেন, সেজন্য এতদসংক্রান্ত ক্রাইটেরিয়া বা মানদন্ড শিথিল করা হয়েছে।
আর্থিক বেনিফিট বা সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটের ‘বেনিফিট এবং ফিনান্সিয়াল সাপোর্ট সেকশন’-এ ভিজিট করতে পারেন।