সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সুহেলকে ক্লাবের ২০২১-২২ সালের জন্য প্রেসিডেণ্ট ইলেক্ট এবং ২০২২-২৩ সালের জন্য রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরীকে প্রেসিডেণ্ট নমিনি নির্বাচিত করা হয়।
নির্বাচনের আগে ক্লাবের সেক্রেটারি ও রিপাবলিক ইন্সুরেন্স’র ভাইস প্রেসিডেণ্ট রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেণ্ট, রোটারি ডিস্ট্রিক (৩২৮২)’র ডেপুটি গভর্ণর ও মোহাম্মদ আছাদুজ্জামান সায়েম পিএইচএফ, ক্লাবের পাস্ট প্রেসিডেণ্ট, এসিসটে- গভর্ণর রোটারি ডিস্ট্রিক (৩২৮২) রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, পাস্ট প্রেসিডেণ্ট রোটারিয়ান এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, পাস্ট প্রেসিডেণ্ট, রোটারি ডিস্ট্রিক (৩২৮২) ক্যারিয়ার গাইডেন্স কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পাস্ট প্রেসিডেণ্ট, রোটারি ডিস্ট্রিক (৩২৮২) সুরমা জোনের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হানিফ পিএইচএফ, ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেণ্ট রোটারি ডিস্ট্রিক (৩২৮২) সুরমা জোনের ডেপুটি সেক্রেটারি রোটারিয়ান গউস মঈন উদ্দীন হায়দার, প্রেসিডেণ্ট ইলেক্ট, ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি ডিস্ট্রিক (৩২৮২) ভোকেশনাল রিকোগনেশন কমিটির কো-চেয়ারম্যান ও কপি এক্সপ্রেস সিলেট’র ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সুহেল, ক্লাবের পাস্ট প্রেসিডেণ্ট, রোটারি ডিস্ট্রিক (৩২৮২) সাপোর্ট টু এগ্রো ফার্মিং কমিটির চেয়ারম্যান রোটারিয়ান আর.আই চৌধুরী, পাস্ট প্রেসিডেণ্ট রোটারিয়ান হেলাল উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেণ্ট রোটারিয়ান আকমামুল হক প্রমুখ।