ঐতিহ্যবাহী পশ্চিম কটালপুর ভি টি মাটে সোনালী বাংলা ক্রিকেট ক্লাব বনাম কে পি স্পোর্টিং ক্লাব’র মধ্যকার গ্রুপ পর্বের ৪র্থ ম্যাচ আজ সোমবার বার বিকাল ২:৩০ শুরু হয়।
স্বাগতিক সোনালী বাংলা ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন জাকের আহমদ টসে জয় লাভ করলে ব্যাট করার সিদ্ধান্ত জানান। জাকের-ফরহাদের উদ্বোধনী জুটিতে ভালো সুচনা করে, দলীয় ২৬ রানে সালমানের বলে আদি ক্যাচে বিদায় নেয় ফরহাদ, নতুন ব্যাট করতে নেমে আক্রমনাত্মক ধারুন দৃষ্টি নন্দন সটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন জাকের।
জাকের-জুহেবের জুটিতে বড় স্কোর করে স্বাগতিক’রা ১০ ওভারে ১ম বলে জাকের বিদায় হলে জুহেব ও বেশিক্ষণ থাকতে পারেনি। দলীয় ১৫২ রানে জুহেবের বিদায় হলে- নাহিদ-সালমান আবু তাহের ব্যাটে ভর করে ২২৮/৮ লীগের চলমান সর্বোচ্চ স্কোর।
বেলাল & সালমান ৩টি করে উইকেট নেন, বড় স্কোর কে সামনে রেখে কে পি স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নামেন সাইমুম & রুবেল। শুরুতে ধাক্কা খায় কেপি স্পোর্টিং ক্লাব ৪রানে সাইমুম বিদায় হলে তার পথ অনুসরণ করেন রুবেল ০ রানে। দারুন খেলছিলেন সাজুল, হটাৎ বলে বোল্ড হয়। নতুন ব্যাটসম্যান আসিফ ইকবাল ইরন আসলে বেশিক্ষন থাকতে পারেনি ব্যাক্তিগত ১৪ রানে তার বিদায় হলে, আদি সালমানের ধারুন ব্যাটিং জয়ের আশা জাগালে নাহিদ & সালা’র বিধংশি বোলে বেশি দূর যেতে পারিনি কেপি স্পোর্টিং ক্লাব। ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে তারা, সর্বোচ্চ রান করেন আব্দুল আজিজ আদি ২৮বলে ৬১, সালমান ২৮বলে ৪২*রান, শাহরিয়ার নাহিদ ৩টি উইকেট এবং আবু তাহের ২টি উইকেট শিকার করেন।
কুইক মার্ট অনলাইন ক্লথ শপের সৌজন্যে লাইভ ব্রোডকাষ্টিং করে। ধারা বিবরনীতে ছিলেন হোসাইন আহমেদ & আবু তাহের।
খেলা পরিচালনা করেন সাদিকুর রহমান ও জুনিয়র হোসাইন। স্কোর বোর্ডের দ্বায়িতে থাকেন মোর্শেদ (মাজপাড়া)। ফল : ৪৭ রানে সোনালী বাংলা ক্রিকেট ক্লাব জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ শাহরিয়ার নাহিদ।