বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা – শান্তি – প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে আগ সোমবার সন্ধ্যায় উপজেলার মাইজগাঁও বাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল কয়েস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক মাসার আহমদ শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক (১৯৯৭) ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান যুগ্মসাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ন আহবায়ক আশরাফুল হক এমাদ, উপজেলা যুবলীগের সদস্য জুবরাজ আহমদ জানু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জালাল আহমদ জনি।
আরও উপস্থিত ছিলেন- ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম নীরব, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের নেতা ইবরাহীম হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের নেতা তানজিদ হোসেন, মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি কাবিলুর রহমান সুহেল, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফ আহমদ, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিম আহমদ, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, রাহাত আহমদ, জাবেল আহমদ, অনিক দত্ত, কলেজ ছাত্রলীগের নেতা রেদোয়ান আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন শেখ রাসেল পরিষদের সভাপতি মাসুদ আহমেদ, সহ-সভাপতি নাসিম আহমদ, ছাত্রলীগ নেতা নাজিম আহমদ- প্রমুখ।