সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বালাগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (১০ মার্চ) বাদ মাগরিব গহরপুর মাদ্রাসা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, অটো রিকসা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র মোরার বাজার শাখার সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমির আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা দিলোয়ার আলী আনাই, আব্দুল হান্নান, মো, চুনু মিয়া, শফিকুল ইসলাম, মো. লাল মিয়া, সুহেল বারী, ইসলাম উদ্দিন, শামীম আহমদ, অলিউর রহমান, ফজর আলী, আমির মোহাম্মদ শুভ, জুয়েল আহমদ, শাহীন আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, শাহ এনাম আহমদ, লুৎফুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মুঈন, মাসুম আহমদ, ময়নুল ইসলাম, মুন্না আহমদ, জুনেল আহমদ, হাসান আহমদসহ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং সর্বস্তরের মুসলিগন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার শিক্ষক মাওলানা ছালেহ্ আহমদ (মক্কী)।
এদিকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হেড কোয়ার্টার মসজিদে বাদ আছর এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সুস্থতা কামনায় পৃথক এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়াসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য, এমপি সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ভ্যান্টিলেশনে চিকিৎসাধিন রয়েছেন।