ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার এলাকার প্রবাসীদের সংগঠন ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র পক্ষ থেকে স্থানীয় তাহির জামে মসজিদের উন্নয়নে ৮লাখ ১৪হাজার ১শ ৬০টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত শুক্রবার (১২ মার্চ) বাদ জুময়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়।
এসময় ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলাম খোকন, তাহির জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল ওয়াদুদ মানিক মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মনাফ, জালালপুর কলেজের শিক্ষক শাহজাহান মাসুক, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী ডা. আব্দুল জলিল, এমএ শহীদ বাবলু, সেজন আহমদ সুজা, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তাফা খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র স্থানীয় প্রতিনিধি মুকিত মিয়া, সেবুল মিয়া, নাঈমুল ইসলাম খান, আনহার আহমদ, ইমদাদ হোসেন ইমন, জাহেদুল ইসলাম খান, ছুরাব আলী প্রমুখ।