আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবারও বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘি ওয়ালী বাড়িতে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা ২টায় নিজগ্রামের স্বল্প আয়ের ৬০টি পরিবারসহ অন্যান্য এলাকার আরও কয়েকটি দরিদ্র অসহায় পরিবারকে নগদ ৭০হাজার টাকা প্রদান করা হয়।
ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মো. আনছার আহমদ ও মো. আনহার মিয়ার অর্থায়নে এসব টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ট্রাস্টের প্রবর্তক ও প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী, প্রবীন মুরব্বি শাহ আব্দুস ছত্তার, মো. ছমির আলী, ট্রাস্ট্রের সদস্য আতাউর রহমান ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল।
উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০২১সালে হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এরপর থেকে এই ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন সময়ে তাদের সাধ্যমত অসহায় মানুষের গৃহ মেরামত বাবদ সহায়তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহায়তাসহ বহুমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।