শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ



ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় তাঁর জন্ম হয়।

এ উপলক্ষে সিলেট জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করেছে।

সিলেট নগরীর নাইওরপুলে অবস্থিত ওসমানী জাদুঘরে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় তাঁর কবরে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ, বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা।

এ ছাড়া বঙ্গবীর ওসমানী স্মৃতিসংসদ, সিলেট-এর পক্ষ থেকে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!