সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহ জেলায় ০১ মার্চ ১৯৭৯ সালে জন্ম গ্রহন করেন। এবং ২১ আগস্ট ২০০৬ সালে চাকুরীতে যোগদানের করেন। তিনি এর আগে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানাগেছে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হচ্ছেন। গত ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।
মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ২০১৯ সালের ২৪ জুন থেকে সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। এসময় তিনি একজন সৎ, দক্ষ, নির্ভিক ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।