শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেষ টি-টোয়েন্টিতে ১০ রানের জয়ে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ



প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। তৃতীয় ম্যাচের প্রথমার্ধে দারুণ পারফর্মেন্সের পর ব্যাট হাতে দ্বিতীয়ার্ধে চরম ব্যর্থতা! এভাবেই শেষ হলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ নির্ধারনী ম্যাচে আজ মঙ্গলবার (২ আগষ্ট) ১০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজ নির্ধারনী ম্যাচে আজ টাইগারদের প্রয়োজন ছিল ১৫৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্বাগতিকদের ছুড়ে দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মঙ্গলবার শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে টাইগাররা। প্রথম ওভারে স্কোরবোর্ডে ৯ রান যোগ করলেও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেন লিটন দাস। আউট হওয়ার আগে মাত্র ৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন। অভিষেক ম্যাচে এই উদ্বোধনী ব্যাটার মাত্র ২ রান করেছেন। পরের ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৪ রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত ম্যাচের প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটের জুঁটিতে ২৬ রান তুলতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন আফিফ হোসেন। দলীয় ৯৯ রানের মাথায় ব্রড ইভান্সে বলে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বলেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১৩৩ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে সিকান্দার রাজার হাতে তালুবন্দী হন মাহেদি হাসান। এরপর শেষ ওভারের দ্বিতীয় বলেও ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে লিটন দাস ১৩, পারভেজ হোসেন ইমন ২, এনামুল হক বিজয় ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ০, মাহেদি হাসান ২২ রান করে আউট হয়েছেন।

এর আগে হারারে স্পোর্টিং ক্লাবে আজ রায়ার্ন বার্লের হাফসেঞ্চুরির সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। টাইগার স্পিনারদের ঘূর্ণির তোপে পড়ে ৭০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপর ১৫তম ওভারে নাসুমের ৬ বলে ৫ ছক্কা ও এক চার হাঁকিয়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করেন রায়ার্ন বার্ল। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানো শুরু করেছে রেজিস চাকাভা। প্রথম তিন ওভারে রান তুলেছে প্রায় ৯ গড়ে। চতুর্থ ওভারে প্রথম বলেই ব্রেক থ্রো এনে দেন নাসুম আহমেদ। নাসুমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আফিফ হোসেনে হাতে ক্যাচ তুলে দেন স্বাগতিকদের এই উদ্বোধনী ব্যাটার। এরপর ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন মাহেদি হাসান। লম্বা শট খেলতে স্টাম ছেড়ে বেরিয়ে আসা মাধেভেরেকে সরসরি বোল্ড করেছেন মাহেদি। পরের বলেই সিকান্দার রাজাকে সাজঘরে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে। দলীয় ৫৪ রানে শন উইলিয়ামসকের সাজঘরে ফেরান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ হওয়ার পর জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। দশম ওভারের প্রথম বলেই ক্রেইগ আরভিনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন এই অভিজ্ঞ স্পিনার। ১৩ ওভারে গিয়ে এই ম্যাচে প্রথম পেসার হিসেবে উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। এরপর নাসুমের এক ওভামের ম্যাচে দিক পরিবর্তন করে দেন রায়ার্ন বার্ল। সপ্তম উইকেটে জুঁটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৭৯ রান। উনিশতম ওভারের প্রথম বলে লুকি জঙ্গি ও শেষ বলে রায়ার্ন বার্লকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মাহেদি হাসান ও হাসান মাহমুদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের হয়ে রেজিস চাখাভা ১৭, কেইগ আরভিন ২৪, ওয়েলেসলি মাধেভেরে ৫, সিকান্দারা রাজা ০, শন উইলিয়ামস ২, মিল্টন সুম্বা ৪, রায়ার্ন বার্ল ৫৪, লুকি জঙ্গি ৩৫ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৮ (চাকাভা ১৭, আরভিন ২৪, মাধেভেরে ৫, রাজা ০, উইলিয়ামস ২, শুম্বা ৪, বার্ল ৫৪, জঙ্গুয়ে ৩৫, ইভান্স ৫*, নিয়াউচি ১*; মুস্তাফিজ ৪-০-২২-১, মেহেদি ৪-১-২৮-২, মোসাদ্দেক ৪-০-২২-১, নাসুম ২-০-৪০-১, হাসান ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-৮-১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৫/৮ (লিটন ১৩, ইমন ২, এনামুল ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, আফিফ ৩৯*, শেখ মেহেদি ২২, হাসান ৩, ; ইভান্স ৪-০-২৬-২, নিয়াউচি ৪-০-২৯-৩, মাধেভেরে ২-০-১৪-১, রাজা ৪-০-২১-০, মাসারা ১-০-৫-০, উইলিয়ামস ২-০-১৬-১, জঙ্গুয়ে ৩-০-২৮-১)

ফল: জিম্বাবুয়ে ১০ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রায়ার্ন বার্ল

ম্যান অব দা সিরিজ: সিকান্দার রাজা

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!