বালাগঞ্জে হাজী ছাইম উল্লা স্মৃতিকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “বিশ্বাস সাফল্য অনুপ্রেরণা” এই স্লোগানকে সামনে রেখে রফিনা একাডেমির ফলক উন্মোচন ও গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বালাগঞ্জ সদর ইউনিয়নের হামিদনগর (গোফকানু) হাজী ছাইম উল্লা স্মৃতিকল্যাণ ট্রাস্টের সভাপতি ও সম্পাদকের নিজবাড়িতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় ট্রাস্টের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই খোকন বলেন, হামিদনগর শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ধর্মীয় জ্ঞান বৃদ্ধির জন্য রাফিনা একাডেমী চালু করা হয়েছে। ইতিমধ্যে একাডেমীতে হিফজ বিভাগ, ধর্মীয় ইতিহাসসহ অন্যান্য শাখা চালু করা হয়েছে। একাডেমিক স্থায়ী ভবন নির্মাণ হওয়ার পর সেখানে স্থানান্তর করা হবে এতে সকলের সহযোগীতা চান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন, প্রবাসী শিক্ষানুরাগী ফজলুর রহমান কিনু, কাজী আব্দুর রহমান হিরন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক শামীম আহমদ, এস এম হেলাল, আবুল কাশেম অফিক, মো. আব্দুল কাদির, মো. আব্দুস শহিদ, আবুল হোসেন ইমন, মো. কাজল মিয়া, এ.এস রায়হান, জাগির হোসেন (জাকির), তারেক আহমদ প্রমুখ।
এর আগে রফিনা একাডেমির ফলক উন্মোচনের পর পবিত্র কোরআন তেলাওয়াত করে মোনাজাত করেন একাডেমীর শিক্ষক হাফিজ ক্বারী ইসমাঈল হোসেন। পরে একই বাড়িতে পৃথক অনুষ্ঠানে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের হাজী ছাইম উল্লা স্মৃতিকল্যাণ ট্রাস্ট উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়।
এসময় ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন জানান, বালাগঞ্জে কর্মরত সাংবাদিক বৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই এলাকার বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া তুলে ধরেছেন। কিন্তু তাঁদের সম্মাননা করা হয়নি। এজন্যে প্রতি দুই বছর পর পর ট্রাস্টের পক্ষ থেকে কর্মরত সকল সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বর্তমান সময়ের সিনিয়র সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন ও শাহাব উদ্দিন শাহিনকে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালনে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। সবশেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।