সদ্যপ্রয়াত সিলেট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বাদ এশা মাদ্রাসা বাজারে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক।ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সুহেল বারীর পরিচালনা শোকসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, উপদেষ্টা সদস্য প্রফেসার মনু মিয়া, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা ও অটোরিকসা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র মোরার বাজার শাখার সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমির আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জমির উদ্দিন,সাবেক ইউপি সদস্য কনর মিয়া, আওয়ামী লীগ নেতা আহমদ আলী, ফজর আলী, শফিকুল ইসলাম, মো, চুনু মিয়া, মো. লাল মিয়া, ডা. মুহিবুল হক শাহীন, অলিউর রহমান, শিমুল আহমদ সানুর, জুবেল আহমদ, কদরিছ আলী, মো. চুনু মিয়া, কৃষক লীগ নেতা আজমল আলী, ইদ্রিস আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মুঈন, মিছবাহুর রহমান মাসুম, জুনেল আহমদ, হাসান আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।এরআগে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী , উদ্যোগে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসল্লিগন অংগ্রহণ করেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার শিক্ষক মাওলানা ছালেহ্ আহমদ (মক্কী)।