শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে এমপি সামাদ চৌধুরী স্মরণে আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত



সদ্যপ্রয়াত সিলেট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরস্থ মদনমোহন মার্কেট প্রাঙ্গনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ার ম্যানের পরিচালনায় শোকসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

শোকসভায় প্রয়াত এমপি সামাদ চৌধুরীর স্মতিচারণ করে বক্তরা বলেন, ব্যক্তিগত জীবনে জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী যেমন অত্যান্ত সৎ, নির্লোভ, পরহেজগার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন। তেমনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলেও নিজেকে উপস্থাপন করেছেন প্রবল ভাবে। তাঁর শুণ্যতা কখনো পুরণ হবে না।

শোক সভায় এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দু’আ ও শিরণী বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!