বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্যতিক্রমী জনসেবায় প্রশংসিত বালাগঞ্জের ইউপি সদস্য মুরাদ



করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত, অস্বচ্ছল গ্রামবাসীকে খাদ্য সহায়তা, প্রণোদনা হিসেবে বিদ্যুৎবিল প্রদান, কৃষকদের সার, ক্ষুদ্র ব্যবসায়ীদের মুলধন প্রদান এবং গ্রাম পুলিশদের বাইসাইকেল ও ঢেউটিন প্রদানসহ ব্যতিক্রমী নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন বালাগঞ্জের এক ইউপি সদস্য আমিনুল ইসলাম মুরাদ। তিনি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য তার এসব মানবিক তৎপরতা ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। গত প্রায় এক বছর যাবত তিনি ব্যক্তিগত পক্ষ থেকে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কর্মসূচির আওতায় শত শত গ্রামবাসী উপকৃত হয়েছেন। সুবিধাভোগী এবং সচেতন এলাকাবাসী তার এসব মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।

মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৩য় পর্যায়ে বৃহস্পতিবার (০১ এগ্রিল) স্থানীয় খুজগীপুরস্থ তার গ্রামের বাড়িতে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন সহায়তা ও অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। সভাপতিত্ব করেন সমাজকর্মী আব্দুস সাত্তার লেবু।

সমাজকর্মী রেজাউল করিম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য ফজির আহমদ, আব্দুল লতিফ মধু, সেলিম মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ, সমাজকর্মী শাহজাহান মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বাকি নীরু, জুবের আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের স্থানীয় ৩জন গ্রাম পুলিশকে ৩টি বাইসাইকেল ও ২জন মহিলা গ্রাম পুলিশকে ২বান্ডিল ঢেউটিন প্রদান, খুজগীপুর গ্রামের ৩জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫হাজার টাকা করে ১৫হাজার টাকা মুলধন প্রদান, ২০জন কৃষককে সার প্রয়োগের জন্য সাড়ে ৬হাজার টাকা প্রণোদনা প্রদান, ২৫টি পরিবারকে ২মাসের বিদ্যুৎবিল পরিশোধের জন্য ১৪হাজার টাকা অনুদান এবং ৯০হাজার টাকা ব্যয়ে ৭৫টি পরিবারকে ২০কেজি চাল করে প্রদান করা হয়েছে।

এর আগে মানবিক কর্মসূচির ২য় পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে ৩টি বাইসাইকেল, ৫বান্ডিল ঢেউটিন, ৭০জন সুবিধাবঞ্চিতকে ২০কেজি করে ৩মাসব্যাপী চাল, ৫০জন কৃষককে ২৫কেজি করে সার, ৩০টি পরিবারকে ৩মাসের বিদ্যুৎ বিল, ৫০টি পরিবারকে কম্বল এবং ৩জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫হাজার টাকা করে মুলধন প্রদান করা হয়।

ওইদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!