সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে। তাকে শনিবার নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইস’লামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রে’প্তার করা হয়।
পু’লিশ জানায়- গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাবেক চেয়ারম্যান ময়নুল ইস’লামের বাড়ীতে দুর্ধ’র্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পু’লিশ ঘটনার ত’দন্তে নামে। সঞ্জব আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।