রাজা সায়মন : সিলেট ৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনােনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে দরিদ্রদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রইছ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সিলেট জেলা যুবলীগ নেতা শাহ অলিদুর রহমান, শাহিন আলী, দক্ষিণ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ইমন- প্রমুখ।