বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এমপি সামাদ চৌধুরী প্রবাসীর বাড়ি থেকে ফোন পেয়ে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন



সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে নিত্য প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

আজ শনিবার সকালে তিনি খাদ্য সামগ্রী দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ওই প্রবাসীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

জানা যায়- গত দু’দিন পূর্বে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন সিলেট – ৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) বিদেশ থেকে দেশে আসা কোনাে প্রবাসী হােম কোয়ারেন্টিনে থাকাকালীন বা প্রবাসীর পরিবার কোনাে কিছুর প্রয়ােজন হলে এমপি’র সঙ্গে যােগাযােগ করার আহ্বান জানান। ওই পােস্টে নিজের ও ব্যক্তিগত সহকারীর মােবাইল নাম্বার দেন। চার / পাঁচ জন প্রবাসী ফোন দিয়ে সহযােগিতা চেয়েছেন।

ফোন পেয়ে প্রবাসীদের বাড়িতে নেতাদের দিয়ে দ্রুতগতিতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

এমপি বলেন- আমার নির্বাচনী এলাকার প্রবাসীদের সুখে – দুঃখে আমি তাঁদের পাশে থাকবো। আমার নির্বাচনী এলাকায় কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি লিখেন প্রবাসী প্রবেশ নিষেধ তাহলে তাদের বিরুদ্ধে আমি নিজে উপস্থিত থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের নিয়ে কোন কটুক্তি সহ্য করা হবে না।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!