ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের সুন্দিখলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মোঃ সামুন আহমদ ও তার পরিবারের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষ্যে গ্রামের দেড় শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সুন্দিখলাস্থ তার নিজ বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ছাবির আহমদ, সামুন আহমদের পিতা হাজি মোঃ আছন আলী, মা লয়লা বিবি, সাদীপুর ইউনিয়নের সাবেক সদস্য আক্কাছ আলী তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী হাজি মোছাঃ তয়মনা খাতুন, ফাহিম আহমদ,রিজুয়ান আহমদ, সমাজসেবক মোঃ শহিদ আহমদ, গ্রামের মুরব্বী সমছু মিয়া, তরাশ মিয়া, গৌছ উদ্দিন, সজ্জাদ মিয়া, রিপন আহমদ, ইমন আহমদ প্রমুখ।