শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব : ডা. দুলাল চৌধুরী



বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহতী উদ্যোগ। যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন তারাও মহৎ মানুষ। তিনি বলেন, এই তীব্র শীতের সময়ে সুবিধাবঞ্চিত, শীতার্তদের পাশে দাঁড়ানো বিত্তবান সকলের দায়িত্ব। আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সাধ্যানুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।

তিনি মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিকালে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ সিরাজ বেগ বাজারস্থ সিরাজ বেগ কিণ্টারগার্টেন মাঠে ভয়েস অব বালাগঞ্জ এবং পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। ডা. দুলাল চৌধুরী আরও বলেন, ভয়েস অব বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।

ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – প্রবাসী কমিউনিটি নেতা রেজাউল করিম রিজু, সমাজকর্মী লিটন আহমদ বেগ, প্রভাষক রুহুর আামিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু সূত্রধর, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সাংবাদিক হেলাল আহমদ, জাহেদুল ইসলাম, ফারহান আহমদ চৌধুরী, আমির আলী, সৈয়দ ত্বাকী, পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য শেখ মহিম, মাহবুব তালুকদার প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!