ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে জিল্লুর রহমান জিলু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭শ ৬২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেবুল আহমদ মোরগ প্রতীকে ৬শ ২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। নির্বাচনে বর্তমান মেম্বার জোবায়েদ আহমদ লিটন ৪শ ১৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
জানা যায়, গত ৩১ জানুয়ারি উছমানপুর ইউনিয়নের নবগ্রাম হাজী মোঃ ছাইম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। বিকাল ৪টার পর ভোট গণনা শেষে ঐ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফুটবল প্রতীক এর প্রার্থীকে ১শ ৪০ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান জিলু বলেন, আমার ওয়ার্ডের সাধারণ জনগণ কষ্ট করে কেন্দ্রে এসে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সকল যোগ্যতা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে সকলের সহযোগীতা কামনা করছি।