শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজার ও পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মধ্যে বিশেষ উপহার সামগ্রী বিতরণ



মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও সিলেট জেলা পরিষদের সৌজন্যে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন ও পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ‘চেয়ারম্যান এম মুজিবুর রহমানের হাতে- চেয়ারম্যান ও সদস্যদের এসব কম্বল ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার তুলে দেন- সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ডা. মির্জা আবু নাসের রাহেল, সুহেল আহমদ, আবুল কালাম সিদ্দিকী, হালিমা বেগম, তরুণ সমাজকর্মী শামীম আহমদ প্রমুখ।
এর আগে পৃথক অনুষ্ঠানে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম ও মেম্বারদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের সৌজন্যে কম্বল ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর ঐসকল বিশেষ পুরস্কার সামগ্রী তুলে দেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া।

এসময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী মুহাম্মদ আলী গুলশের, মো. বাবরু মিয়া, খন্দকার আব্দুর রকিব, সামসুল ইসলাম হিরন, শামীম আহমদ, আব্দুর রকিব, আশিকুর রহমান আশিক, ইনা বেগম, রোকেয়া বেগম, সাংবাদিক এসএম হেলালসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ ।

উপহার সামগ্রী প্রাপ্ত জনপ্রতিনিধিরা- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও জেলা পরিষদের সদস্য লোকন মিয়াকে অভিনন্দন জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!