মানুষ মানুষের জন্য এ শ্লোগানকে সামনে রেখে অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে অনাহার ফাউণ্ডেশন ইউকে। ফাউণ্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩য় ধাপে সুবিধাবঞ্চিত ২০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) অনাহার ফাউণ্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য মাওলানা শাহজাহান আহমদের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিমপুরস্থ গ্রামের বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে ফাউণ্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে ‘অনাহার ফাউণ্ডেশন ইউকে’র পক্ষ থেকে ১ম ধাপে ৩০টি পরিবার, ২য় ধাপে ১শ ২৫টি পরিবার এবং ৩য় ধাপে এই ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা করা হয়েছে। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শাহনূর আহমদ লেবু, পপলু মিয়া, জুবায়ের আহমদ রুবেল এবং মাওলানা শাহজাহান আহমদের অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জ, ওসমানীনগর এবং দক্ষিণ সুরমা উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারদের এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।