শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের সাবেক স্কুলশিক্ষক ও ইমাম ছানাওর আলীর ইন্তেকাল



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রুগনপুর জামে মসজিদের সাবেক ইমাম, স্থানীয় নশিওরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি ছানাওর আলী মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৮টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩মেয়ে, ১ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা ও রুগনপুর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বপালনের পর বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন প্রবাসী হিসেবে আরব আমিরাত ও যুক্তরাজ্যে অবস্থান করে বার্ধক্যজনিত কারণে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। তিনি সম্প্রতি স্ট্রোক করে মারাত্মক অসুস্থতায় ভোগছিলেন।

এদিকে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় স্থানীয় নশিওরপুর ঈদগাহ সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শোকাহত নাগরিকরা শরিক হন। এদিকে বালাগঞ্জের রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রুগনপুর জামে মসজিদের সাবেক ইমাম, স্থানীয় নশিওরপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি ছানাওর আলীর মৃত্যুতে অন-লাইন পত্রিকা আয়না নিউজ’র সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!