সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সমাজসেবী আব্দুল আজিজ মাসুককে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সংবর্ধনা প্রদান



সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুককে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির, অর্থসম্পাদক এসএম হেলাল, আজিজ মাসুক ফাউন্ডেশনের অন্যতম সদস্য আব্দুল আহাদ।

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র সভাপতি ইব্রাহিম ফরহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক ওমর হোসেন জামিল, নির্বাহী সদস্য ফয়েজ আলম রাব্বি, ইসহাক আহমদ, শাহিমুন ইসলাম মাসুদুল হাসান নাঈম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়। এবং সংবর্ধিত অতিথি আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ফান্ডে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!