রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধান কাটা প্রায় শেষ, সংগ্রহ কার্যক্রম শুরু

বালাগঞ্জ ও ওসমানীনগরে বোরো ফসলের বাম্পার ফলন



বালাগঞ্জ ও ওসমানীনগরে চলতি বছর বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা প্রায় শেষ হওয়ার পরই এখন শুরু হয়েছে ধান সংগ্রহ কার্যক্রম। রোববার ( ২ মে) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

এবার বালাগঞ্জ ও ওসমানীনগরে চলতি বোরো মৌসুমে ১৪হাজার, ৩শ ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে হাওরে প্রায় ৯০ ভাগ জমিতে আবাদকৃত ফসল
কর্তনও শেষ হয়েছে।

বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি যান্ত্রিককরণের লক্ষ্যে সরকারি প্রণোদনায় বালাগঞ্জ ও ওসমানীনগরে ধান কাটার ৭টি মেশিন বরাদ্ধ দেয়া হয়েছে। চলতি মৌসুমে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৪টি
ইউনিয়নে চলতি বছর ১৪হাজার ৩শ ১০হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদকৃত বোরো জমির মধ্যে রয়েছে হাইব্রিড ২ হাজার ২শ ৭৮, উফশী ১১ হাজার ৮শ ২৬ এবং স্থানীয় জাতের ২শ ৬ হেক্টর। এসব জমির মধ্যে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আবাদ হয়েছে ৭হাজার ৮শ ৮০হেক্টর। এর মধ্যে হাইব্রিড ১ হাজার ২শ ১৪, উফশী ৬হাজার ৫শ ৩৬ এবং স্থানীয় ১শ ৩০হেক্টর।

ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে আবাদ হয়েছে ৬ হাজার ৪শ ৩০ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রিড ১ হাজার ৬৪ হেক্টর, উফশী ৫হাজার ২শ ৯০ এবং স্থানীয় ৭৬ হেক্টর।
চলতি বোরো মৌসুমের ফলন নিয়ে আলাপকালে বালাগঞ্জ

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামের হাওনিয়া হাওরের কৃষক মো, আছলাম খান, নেছাওর
আলী মেম্বার, মো. সমছু উল­াহ্, মাইজাইল হাওরের কৃষক শাহ আব্দুস ছত্তার বলেন, আলহামদুলিল­াহ! আমাদের জমিতে এবার বেশ ভালো ফলন হয়েছে।

উলে­খ্য, বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গতকাল! রোববার ২৭ টাকা কেজি দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় সংগ্রহ কার্যক্রম শুরু হয়। বালাগঞ্জে এবার ১হাজার ৩১ মেট্রিকটন ধান সংগ্রহের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানাগেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!