বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে সাংবাদিকদের ‘শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুদান, উপহার প্রদান



যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী শহীদ আবুল কালাম সেতুর অর্থায়নে শহীদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের অনুদান এবং উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার (১১ মে) এসব অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। শহীদ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদ আবুল কালাম সেতুর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু এসব অনুদান ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন।এদিকে ‘শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে অনুদান ও উপহারসামগ্রী বিতরণ উপলক্ষে সাপ্তাহিক কূশিয়ারার কূল কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১১ মে) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহসভাপতি হুসাইন আহমদ, সদস্য তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।সভায় বক্তারা বালাগঞ্জের ১৬জন সাংবাদিককে অনুদান এবং উপহারসামগ্রী প্রদানের জন্য ‘শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবাসী সমাজকর্মী শহীদ আবুল কালাম সেতুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!