দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মহিলা ও হাসপাতালে নেয়ার পথে এক শিশু মারা যান।
এছাড়া এই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতদের সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম।