শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ডা. দুলাল চৌধুরীর গণসংযোগ, ঈদ শুভেচ্ছা বিনিময়




বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য, আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বালাগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে গণসংযোগ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গত সোমবার (১৭ মে) বিকালে তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, হাজী সাইস্তা মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল প্রমুখ। গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!